এই সময়ে আপনার বাচ্চার জ্বর হলে

এই সময়ে আপনার বাচ্চার জ্বর হলে

জ্বর হলে

* বাচ্চাকে বিশ্রাম দিন

* সিরাপ প্যারাসিটামল ৪/৬ ঘণ্টা পর পর খেতে দিন যদি জ্বর থাকে

* পানি ১ লিটার

স্যুপ/খাওয়ার স্যালাইন/ ডাবের পানি ১ লিটার এ পরিমাণে বা তারও বেশি খেতে

* এবং Dengue Antgen NS1 ৩ দিনের মধ্যে এবং CBC

পরীক্ষা করতে দিন

এবং জ্বরের বয়স ৫ দিন হলে Dengue Antibodoy IgM এবং IgG করতে দিন।

২. ডেঙ্গু পজেটিভ হলে

* ডাক্তারের শরণাপন্ন হন

* বাচ্চাকে বিশ্রাম দিন

* তরল খাদ্য (পানি/ স্যুপ/ ডাবের পানি/ খাওয়ার স্যালাইন) বেশি করে খেতে দিন

* CBC পরীক্ষা প্রতিদিন করুন

* SGOT,SGPT

* PT, APTT

* Scrum Albumin

* ব্লাড গ্রুপিং করতে দিন

৩. সরাসরি হাসপাতালে ভর্তি করে দিন

যদি.

* বাচ্চা বার বার বমি করছে

* সারা গা হাত পা ঠান্ডা

* নাড়ির গতি ক্ষীণ

* রক্ত বমি অথবা অন্য কোথা দিয়ে রক্ত ক্ষরণ হলে

* কালো বমি বা কালো পায়খানা হলে

* প্রস্রাব ৬ ঘণ্টার মধ্যে না হলে

* বাচ্চাকে বিকারগ্রস্ত লাগলে

* বাচ্চাকে বেহাল দেখালে

এটি এম রফিক উজ্জ্বল

রেজিস্ট্রার শিশু বিভাগ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯; দৈনিক জনকণ্ঠ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *